দু'জনে সেদিনে জড়ায়ে বাঁধনে
চলেছিনু স্বপন সুখের ভেলায়,
দিবস যামিনী ভেসে বেড়াই গগনে
রঙিন জীবন কাটে পুলক বন্যায়।
বিনে সুতার বাঁধন কত যে দৃঢ়
আরো যেন কাছে টানে আমায়,
অনুরাগে ছোঁয়া লাগে হৃদয় মম
দিনে দিনে বাড়ে তাই ভোলা নাহি যায়।
ফেলে আসা রঙিন দিনগুলো আজি
কেন বারে বারে কল্পলোকে দোলা দেয়,
পড়ন্ত বিকেলে মধুময় সেই ক্ষণ
জাগে প্রাণে পিছু ফিরে যেতে শুধুই কাঁদায়।
---------অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ৬ জুলাই, ২০১৯