শ্রেষ্ঠ উপহার
(ধরিত্রীতে পৌত্রের আগমনে)
স্বাগত নব অতিথি পুলক অন্তর;
তোমা আগমন তরে করি আবাহন,
অভিষেক বিশ্বভূমে তোমা অধিকার,
প্রাতের রঙিণ প্রভা উদয় অরুণ।
বায়ু বেগে খুশি ধ্বনি হতেছে বিস্তার!
মাতা মুখে সুখ হাসি ভুলেছে বেদন,
শম পাই হেরি তব রক্তিম অধর—
মণি-মুক্তা প্রাপ্তি তুল্য পুলকে স্বজন।
শরতে কুমুদ রূপে ফোঁটলে সৌরভে;
আলোর প্রসন্ন হাসি মম প্রীতি নীড়ে,
ভূধর সদৃশ সম বেড়ে ওঠো বীরে;
খ্যাতি চূড়ে রচো নিজ তব দো'আ সবে।
ফুলেল জীবন হোক শির কেশ সম;
নিয়ত আসুক শম ওহে পৌত্র মম।
—অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ২৯/০৯/২০২১(জন্ম ক্ষণে)