—শ্রাবণের কান্না—
(গীতিকবিতা)
শ্রাবণে এই গগন কান্না অবিরামে হায়!
জনপদ ডুবে গেছে অঝোর ধারায়।।
হায়!ঘনঘোর বরিষণে আঁধারে ঢেকে যায়,
খাল-বিল যৌবনাচ্ছল চাষিরে কাঁদায়।।
দামাল পবন হলি খেলে বৃক্ষরাজির গায়,
আকাশে মেঘের বিকট ডাকে বাইরে যেতে ভয়।।
প্রাণ নাশি বিজলি পড়ে জীবন কেড়ে নেয়,
ভয়ে সবাই গৃহ বন্দি কোথা যাবে রে হায়!!
কাদা-নীরে টইটম্বুরে চলার পথ কোথায়?
নীপবনে ফুল ঝরেছে দামাল বায় দোলায়।।
বন্ধকরে দোকানিরা বাড়ির পানে ধায়,
শ্রাবণের এই ঝড়-বাদলে ক্রেতা কোথায় পায়।।
এমন দিনে গাঁয়ের লোক ধুকপুক হতাশায়,
চষা ভুমি ফেলে রেখে দিন অলসে কাটায়।
রচনাঃ০৬ আগস্ট, ২০২৩,ঢাকা।