শ্রাবণ বরিষণ
(গীতি কবিতা)
ঘন বরিষণ রাতে নিদ নাহি আঁখিতে মম
শ্রাবণ অঝোরধারা বহে সিন্ধুসম।
ঝুমুর তালে নাচন লাগে ডালে ডালে ;
বারি পাতে বাজে ধ্বনি মম হৃদয় মাঝে,
সমীরে ভাসে রুনুঝুনু অবিরাম।।
কাঁদে আকাশ হৃদয় হতাশ এমন ক্ষণে—
সখা বিনে এ লগনে পল্লব নাহি দু'নয়নে,
কারে শুধাই বেদন কথন হেরি তম।।
দ্বার খুলি বারে বারে বাহির পানে খুঁজি তারে—
গহন আঁধারে লুকাও সুদূরে শ্রাবণ ঘন ঘোরে,
সিক্ত তনু প্রাণে মম নাহি শম।।
রচনাঃ২২/৭/২০২০