শিশু মুনতাহা হত্যা

এক নিষ্পাপ শিশু ছবি
মুঠোফোনে অবিরত ভাসে,
হীরক দ্যূতি মায়াবী অবয়বে
সদ্য ফুটন্ত পুষ্প কাননে হাসে।

অধরে উজ্জ্বল মুক্তো কণা
নিমেষে নেভায় শিক্ষিকা পাষাণী!
কী করে সম্ভব নেভায় মাতৃ জাতি!
স্রষ্টার আরশ ক্ষণতরেও কাঁপেনি?

কারো প্রতি আক্রোশে বলি
সেও কারো গর্ভধারিণী!
কোনো বাগে ফোটা এক সূর্যমুখি
নির্দয় ছিঁড়লে পাপিষ্ঠা রানি!

মাতৃ জাতি বসুমতি নীড়ে
ধরিত্রীর মমতার থান,
ভয়ংকর রাক্ষসী বনে যে!
মাতৃ সম না হয় সে জন।

কানাইঘাটে জল্লাদ নারী
শিশু মুনতাহার প্রাণ নেয় কাড়ি।

   রচনাঃ ১০ অক্টোবর, ২০২৪।
(কানাইঘাটে শিক্ষিকা কর্তৃক শিশু মুনতাহা হত্যায় বিগলিত কবি মন ।)