শিশির সিক্ত শক্তি
(আয়না সনেট)

শীতে শিশিরে সিকতো যত বস্ত্রহীন!
রাতে জবুথবু হিমে লাগে না কাঁপন,
সহ্যের দাসত্বে বন্দি নেই ষড়ঋতু!
প্রাতের উষ্ণ অরুণ কিরণ অথিতু।

আবৃত দেহ চাদরে কল্পিত কার্পাসে,
সংবৃত্ত নির্ভীক জাত সতত অভ্যাসে
ফোটে নাকো আর্তনাদ রক্তিম উত্তাপ!
রাজকোটে ভিত নড়ে প্রচণ্ড প্রতাপ।

প্রভাত আনতে সিদ্ধ গীতিতে অমর!
রাত যতই সংকুল ভেজানো শিশির,
অগ্নির ফুলকি ওঠে শীঘ্র দরকারে ;
বহ্নির বন্যা ভাসাতে বস্ত্রহীন লড়ে।

অন্তরালে রয় শক্তি জ্বলে উঠে ক্ষণে ;
প্রতিকূলে লেখা ভাল নয়কো ভোজনে।

  
    রচনাঃ ২২ ডিসেম্বর, ২০২৪।