— শিয়রে জল্লাদ —
কান্না ধ্বনি অবিশ্রাম!বিয়োগ ব্যথায়—
শিয়রে তৈরি জল্লাদ, হননে হরষে!
ভূমন্ডল কেঁপে ওঠে নিত্য প্রাণ নাশে;
বুভুক্ষার এত ক্ষুধা পৃথ্বী গিলে খায়।
দম নাশে গোর-চিতা বোঝা ভারি বিষে
কালা হন্ত্রী শোনে নাকো দুঃখগাথা হায়!
স্রষ্টা পানে কান্নারোল যদি মুক্তি আসে,
আঁধার যামিনী ঘিরে দিবস বেলায়।
গলে না পাষাণ হৃদ ক্ষুধা-তৃষ্ণাতুর!
ক্ষুধা নিবারণী খাদ্য—মানব নহেন,
পতিত বিরান ভূমে নিবিড় তিমির;
বিজন তারার দেশ বনেছে এখন।
নোঙর বাঁধবে কোথা?রয়েছে অজানা;
নিষ্কৃতির বৃথা চেষ্টা নিস্ফল কামনা।
রচনাঃ১৫/০৫/২০২১