শিক্ষা অঙ্গে তুষানল জ্বলে ভয়াবহে
সর্ব দেহ জুড়ে তব পুড়ে ছারখারে,
কেরসিন ঢেলে শিষ্য ওস্তাদ কদরে!
কবি নেওয়াজ আজি ধন্যি ধন্যি কহে।
যৌন ফাঁদে ছাত্রী পড়ে ওস্তাদ শিকারে!
বৃক্ষরূপ ফল ধরে অন্য ফল নহে;
চূড়া থেকে তৃণমূল সর্বত্র নিগড়ে,
যন্ত্রণা কাতরে শিক্ষা নিরূপায়ে সহে।
নৈতিক শিক্ষা বিচ্যুত সনদ বিদ্যায়;
নানারূপ দৈন্যদশা মৌলিক চিন্তনে,
গিনিপিগ রূপ তার গবেষণ সয়;
অনাচারে দেশ ভরে নীতি চর্চা বিনে।
মূল্যবোধ সৃষ্টি নাহি চলে অবক্ষয়;
অপরাধ প্রবণতা বাড়ে প্রতি ক্ষণে।
------অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ ৬ জুলাই, ২০১৯