শ্যামলা পল্লি
(আয়না সনেট)
বিজনে স্নিগ্ধতা ছবি ভাসে সুনিবিড়
গগনে হাসে শশাঙ্ক শ্যামলে পল্লির,
বনে বনে ঝিল্লিরব বনলতা পুঞ্জ
ক্ষণে ক্ষণে পাখি ডাকে ললিত নিকুঞ্জ।
ফসল ললাট চুমে মাঠ অবারিত
চপল ছন্দে সমীর নাচে অবিরত,
বিলে শাপলা-শালুক অহরহ ডাকে
খালে-ঝিলে কাদা-নীরে মাছ ঝাঁকে ঝাঁকে।
মন মম উড়ে যায় বরষার তানে
প্রাণ কেড়ে বাঁশিসুর নানা পুষ্প ঘ্রাণে,
শিশিরে স্নিগ্ধ প্রভাত ভুলতে না পারি ;
শহুরে ইষ্ট জীবন লাগে বিষে ভারি।
রচনাঃ ০৪ জুলাই, ২০২৪।