শাশ্বত বায়
(সনেট)
—অধ্যক্ষ দেলওয়ার হোসেন শিকদার

অবারিত সমীরণ ধরিত্রীর প্রাণ
অনন্ত অপার বায় অসীম বিস্তার,
কত কাল রবে তুমি হে সৃজক দান!
বাঁচার লাগি নিঃশ্বাস নিয়ত নির্ভর।

ফুটাতে জীবন প্রাণ খেলেছো সমীর
উচ্ছাস উরমি মালা তোমার কারণ
প্রশান্ত হৃদয়ে দাও স্পন্দের তান
শূন্য তুমি শূন্য প্রাণ বসুমতি নীড়।

কী! অমৃত সুধা পানে এসেছো ধরায়!
তবে কি শাশ্বত প্রাণে হেথায় আগম?
নশ্বর ভুবন বুকে চিরজীবী বায়!
সুশীতল ধরাতল করো দিবা-যাম।

শাশ্বত জীবন কেন হয় নাকো জীবে!
একই বিধাতা রচে ভিন্নতা এ ভবে।

     রচনাঃ১০ জুলাই, ২০২৪।