শরতে বাসনা
(গীতিকবিতা)
শরতে বাংলার নীল আকাশে
সাদা মেঘের ভেলা ভাসে।।
ঘন শুভ্র স্নাত মেঘ আড়ালে
হারায় আঁখি জুড়ানো সুনীলে,
শুভ্র গিরি যেন ভাসে বাতাসে।।
গহন সে শুভ্র গিরিতে হেলিয়ে
মন চায় নিবিড়ে পড়ি ঘুমিয়ে,
আমায় খুঁজে না পায় কেউ সহসে।।
মোর ঘুমন্ত শরীর নিয়ে
সাত সাগর পাড়ি দিয়ে,
নিয়ে যাবে সুদূরে অজানা দেশে।।
সেথা মম কাটবে ঘোর—
অন্যলোকে অচেনা দ্বীপান্তর!
বিজনে হেরিবো নতুন ভালোবেসে।।
রচনাঃ ৯ সেপ্টেম্বর, ২০২৪।