শরণার্থী
(সনেট)

কতেক করুণ মুখ অসহায়ে ভাসে,
স্বীয় মাতৃভূমি ত্যাগে  বাধ্য পরাশ্রয়
প্রাণপণ ক্লেশে চলা বাঁচবার আশে!
অত্যাচার সহে ধায় অজানা আলয়।
কোটি প্রাণ বিশ্বযুদ্ধে পাড়ি পর দেশে,
বাঙালি ভারতে ছুটে পাক  
ফিলিস্তিন মধ্যপ্রাচ্য নগ্ন যুদ্ধ রেশে
ধর্ষণ খুনে রোহিঙ্গা বসত হারায়।

শরণার্থীগণে আজন্ম বহে পাপ চিহ্ন,
থেকেও না থাকা ব্যথা বিষে জ্বলে পুড়ে!
ক্ষুধায় ভিখারি খাদ্যে জীবন বিপন্ন
অপুষ্টি অশিক্ষা ঘিরে  ধুঁকে ধুঁকে মরে।
খাঁচা বন্দি পাখি দশা শরণার্থী ভালে!
মুক্ত বিহগ স্বপন নিমজ্জিত জলে।

রচনাঃ ২০ নভেম্বর, ২০২৪।