শারদ সুরে
(গীতি কবিতা)
সাজ সাজ শারদ সুরে
হিল্লোল বহে পূজো জুড়ে।।
দেবী দূর্গা পরম পূজ্য
ভক্তিময়ে তাঁর বন্দনা চর্য,
অশুভ বিদায়ে ন্যায় প্রতিষ্ঠায়
আরাধনায় লও শুভ শক্তি জয়,
পুষ্প অঞ্জলি দাও সবে মমতাময়ী তরে।।
মহা শক্তি রূপে আবির্ভাব তাঁর
দেবকুল রক্ষায় বধে মহিষাসুর,
তাইতো সৌন্দর্য সৃজনই নন আধার
অসহায় পীড়িতের ভগই বাতিঘর।
মাতৃ পূজো সার্থকে— যত সব দুহিতকে
দূর্গার মত ধন্যি হতে— হবে ঘরে ঘরে।।
ঢাক-ঢোল খরতালে আরাধনা
কেন দূর্গগতি বিনাশিত না,
পূজো কেবল নয়কো পুষ্প-পল্লব অর্ঘ্য
মানবতার এ মহা মিলন যজ্ঞ,
জীব জগতের একাত্ব বিধান;কাউকে নয় ছেড়ে।।
রচনাঃ০৩/১০/২০২২