শৈশব চুরি
-----------------------------
শৈশব চুরি যায় কহেন বিজ্ঞজনে;
বড়রা যুক্ত সবে অপহরণ তরে,
নিরানন্দ শিশুকাল বাঁধা বিকাশনে
কাঁধে চাপে বই বোঝা ন্যুব্জ তার ভারে।
নিম্নবিত্তে শিশুকাল কর্ম ঘানি টানে
সময় নেই,মাঠ অভাব খেলিবারে।
টিভি-ট্যাবে নিষ্পলক আঁখি প্রতিক্ষণে;
একই কাহিনি চিত্র সব পরিবারে।
পদচিহ্ন পড়বে মাঠে--সবুজ ঘাসে
হৈ-হুল্লোড়ে বেড়ে উঠবে মুক্ত মরুতে।
ঝুঁকিতে নাই রবে উপেক্ষিত--বিকাশে;
নিরাপত্তা ছুতা টুটাও বাইরে যেতে,
অধিকার নিশ্চিত কর আহার-বাসে;
বৈষম্য ভুলে মিশতে দাও অবারিতে।
---------অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ১৯/০২/২০১৮
------------------------------