ধূলি ধূসর মম গ্রামের মেঠো পথে
চলেছি আবেগে শেকড় সন্ধানে;
নানা রঙের পিছু ছবি ভাসে
স্মৃতির পাতায় কী হেরি নয়নে নয়নে।
বিচিত্র শাপলা ফুলে কী শোভা খাল-বিলে
মন ভুলায় মোর স্মৃতির স্বপনে;
সবুজের আলপনায় ভরা এ বাটে
কোন্ চিত্রকরে এঁকেছে নিপুণে নিপুণে।
খেলেছিনু কাদা-নীরে সৈকত বালুচরে
ঘনঘোর বরিষায় সহপঠী স্বজনে;
আহা! কী সুখে কাটে শিশু-কিশোরে
কেন যেতে নারি ফিরে সে ক্ষণে সে ক্ষণে।
আজি এ সায বেলা কিছু নাহি যায় ভোলা
সুখময় নীড়ে বসি দখিনা বাতায়নে;
পাখির কাকলি শুনি নেই শুধু সেইদিন
আসবেনা আর ফিরে মম জীবনে জীবনে।
------অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ৪/৬/২০১৯,ডালবুগঞ্জ।