—স্বপন
( আয়না সনেট)

মন করে উড়ু-উড়ু গগনেতে উড়ে
সমীরণ বয়ে যায় হৃদয় কন্দরে,
কতদিন রয় প্রাণ! স্বার্থভরা ধরা
ক্ষীণ আশা বাঁচিবার বায়ু বিষেভরা।

চারিদিকে ঝালাপালা জ্বলছে অনল
ডাকে নিশিদিন সেথা ঘোর কোলাহল,
বায়ুবেগে প্রতিধ্বনি প্রচন্ড বিস্তার
খগে করে চিৎকার ত্রাসে মরে নর।

তার মাঝে বসবাস ঘুমে বিভাবরী
নিদ্রার ঘোরা নেশায় কারে আর ডরি,
হেন কত ভাবি মনে জুড়াতে আগুন
যেন ভাবি নাই আর দুঃখের ভুবন।

স্বপন ভেঙ্গেছে হায়!সব যায় উবে ;
নতুন সুরুজ ওঠে সবে হেরি পুবে।


   রচনাঃ১৭ সেপ্টেম্বর, ২০২৩।