সওম আগমন
(ইসলামী গীতিকবিতা)

বাঁকা চাঁদ দেখা যায় সন্ধ্যায় ওই নীল আকাশে,
সাবান শেষে জেগে ওঠে পহেলা রমজান মাসে।।

সিয়াম সাধনে হরষ মন
দুনিয়ার সব মুসলমান,
তারাবি সালাত শুরু আজি
মসজিদে তাই ধাবমান,
যত ইসলামী পড়বে সালাত সবাই মিলেমিশে।।

মাসব্যাপী সিয়াম সাধন
আল্লাহ্ তরে সব নিবেদন,
নেই ইলাহা আল্লাহ বিনে
হৃদয়ে ধারণে মুসলমান।
কবরের আযাব আসান বিধাতার আদেশে।।

দিনের বেলা নেই পানাহার  
শুদ্ধ মনে রয় রোজাদার,
তেলাওয়াতে বাণী আল্লাহর
দিবস রজনী ঈমানদার।
সূর্যাস্তে ইফতার করে মনে তৃপ্তি আসে।।

রচনাঃ ০২ মার্চ,২০২৫ (০১ রমযান)।