সত্য-মিথ্যা
সত্য চেয়ে মিথ্যারাজ করছে শাসন,
মিথ্যায় চাতুরী ভরা সত্যে ভরা গুণে
ক্ষণস্থায়ী মিথ্যা জয়ী নিমেষে মরণ
মিথ্যার জাদু প্রভাব চলে কিছু ক্ষণে।
সত্যের প্রবল শক্তি মিথ্যা খানখান,
শান্তি স্বস্তি সুবায়ু সদা সত্য আনে
'সততাই শ্রেষ্ঠ পথ' — প্রবাদ বচন,
অসতে সহজ বিত্ত; লয় নীতিহীনে।
সত্য-মিথ্যা দ্বন্দ্ব সদা সমাজ সংসারে—
চিরদিন এই চলা শেষ নাহি হবে,
সততা গুণের লোকে ভয় যায় উবে;
টিকে আছে বসুন্ধরা সত্যকে আঁকড়ে।
মিথ্যা হয় বিনাশিত ক্ষণকাল পর;
অনন্ত যৌবনা সত্য রয় নিরন্তর।
রচনাঃ০১ মে,২০২৩