সতত নয়নে
(গীতি কবিতা)

ক্ষণিকের তরে  স্মৃতির আড়ালে
লুকিয়ে নাহি রয় ছবি অন্তরালে,
সে রয় মম হৃদয় কোটরে।
আলোক মেঘে ঢাকতে দেয় না।

সততা ক্ষণে হেরি নয়নে,
কখনো কেন বিস্মৃতি হয় না।।

কেন বারে বারে আসে মোর সকাশে
কল্পলোকে ডুবে যাই  গহীন আকাশে,
ওহে! প্রতি ক্ষণে ক্ষণে মম নয়নে
তার ছবিখানি ভাসে যখনই
তখনি তারে ভুলা যায় না।।

কারো পানে আমি তাকাতে নারি
চেষ্টা করেও  প্রাণপণ ;
সে যে মম সাথী চিরদিন
প্রীতি-পুণ্যেরই বাঁধন।
ওহে! কী করে বলো হারাবো তারে
এই দ্যুলোক কিবা ভূলোক পারে,
তাইতো সদা স্মৃতির সাগরে
কভু সে হারায় না।।

মম রিক্ত হৃদয় মন্দিরে
রাখি কোথা তারে,
কী ফুলে গাঁথি পুষ্প মালা রে
উপায় খুঁজে পাই নারে।
ওহে! কী দিয়ে তারে রাখি যতনে
সে কথা কখনো জানিনে,
এ কারণে নাথ কারো সাথে
হয় না কভু তোমারি তুলনা।।

  রচনাঃ১২ মে,২০২৪।