সর্ষে ফুল
হলদে সর্ষে ফুলের সারি
দিগন্ত মাঠ জুড়ে,
আনন্দে মাতোয়ারা মন
মম নয়ন প্রসন্ন করে।
তার রূপের মুগ্ধতায় বিভোর
কে এঁকেছে যেন তুলির আঁচরে,
হরষে হৃদয় ছুঁয়ে যায়
স্বাদুত্য গন্ধ ভাসা সমীরে।
মিলে যাই তাদের মাঝে
সুখের হিল্লোল বয় শরীরে,
পলে পলে কখন যেন
অবচেতনে যাই প্রেমে পড়ে।
তারিখঃ১৩/০১/২০২৩