জীবন সায়াহ্নে সবে কোমলমতি বনে;
যাপিত জীবন সুখ পরিবেশ আশে,
সন্তান সান্নিধ্যে থাকা ললাটে ক'জনে!
শৌর্য-বীর্যে ব্যস্তগণে হানে সর্বনাশে।
একাকিত্বে জন্ম দেয় নিরাপত্তা হীনে
কর্ম ভিড়ে নর-নারী ব্যস্ত উপার্জনে;
বৈভব চাহি আরও সুখ অভিলাষে,
মাতৃ-পিতৃ সু্খ-দুখ দেখা কোন্ ক্ষণে?
পুত্র-কন্যা তরে কভু বেশি নাহি চাহে
দিবস যামিনী সবে থাকা এক নীড়ে,
বিশাল প্রাসাদ কুঞ্জে ঠাঁই নাহি রহে
বৃদ্ধাশ্রমে দিয়ে কেউ ভিন দেশে ভিড়ে।
এমন ললাট জনে অশ্রুধারা বহে;
কখনো বেওয়ারিশে আঞ্জুমান তরে।
----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ১৬ জুলাই,৩০১৯