সম্প্রীতি
(সনেট)

কোন ধর্মে নাহি কভু প্রভেদের স্থান,
এক স্রষ্টা সৃষ্ট সব মানুষ পৃথ্বীর!
জাতি ধর্ম বর্ণে গড়ি মৈত্রীর বাঁধন
সকলের ধরাধামে সম অধিকার।
সুখ-দুঃখে মিলে থাকি সাথে পড়শির
মহা মানব সতত গায় সাম্য গান,
মানবতা বিষে মরে নাশে সম্প্রীতির!
বিশ্ব শান্তি তরে রচি ভ্রাতৃর মিলন।

বারুদ ধোঁয়ায় ঘিরে এ বিশ্ব আঁধার
জাতি ধর্ম বর্ণ দ্বন্দ্বে দমন পীড়ণ!
অন্ধত্ব গোঁড়ামি হেতু জীবন নিধন!
উন্মত্ত রক্ত লীলায় সিন্ধু একাকার।
সম্প্রীতি সৃজনে হোক দ্বেষ অবসান;
সৃষ্টার করুণা বারি যাচি বার বার।

  রচনাঃ ১৭ অক্টোবর, ২০২৪।