সম্মানি আয়
(সনেট)
অহরহ দেয়া নেয়া উপদেয় খানা,
বাঁ হাতের কাজ বলে চলছে গোপনে!
ঘৃণ্য নিন্দনীয় তাই খেতে আছে মানা
দণ্ডনীয় কর্মকাণ্ড ধর্ম বাণী ভনে।
বাণীতে কী আসে যায় সিদ্ধি আগে
ন্যায্য সেবা অধিকার ধুয়ে খেলে চলে?
উন্মুক্ত দুর্নীতি কাজ জনতা দুর্ভোগে
বাঘেরও দুধ মেলে অর্থশক্তি বলে!
সম আয়ে কেউ রাজা কেউ বা ফকির,
অনাচার লেনদেন ধর্ম টানে যমে,
দোযখে জ্বলবে উভ অথবা শ্রীঘর!
প্রাপ্য শান্তি পথ রুদ্ধ অমানিশা নামে।
সৎ লোকে জুতো ক্ষয় ঘুরে অসহায় ;
পিছু দ্বারে কর্মে জন নাহি আটকায়।
রচনা:১৭ নভেম্বর ২০২৪