সমর্পণ( সনেট)
—দেলওয়ার হোসেন শিকদার
হে নির্মম স্রষ্টা মম! এ কেমন তোমার হরষ
নিগড়ে বন্দি বাঞ্ছা শত চেষ্টায় টুটাতে নারি,
নিঠুর যাতনা মম ঘিরে সহস্র অদৃশ্য বেড়ি;
এড়াতে পারি না কভু উপেক্ষিয়া যাই অভিলাষ।
তপ্ত নাগপাশে গ্রন্থি, বাসনা পোড়ে নিত্যদিবস,
মুক্তি নয়, মরীচিকা! শুধুই মিথ্যা স্বপন হেরি ;
উথলি পাথারে যেন ডুবে যায় আশাহত তরী,
কলুষ বীজাণু ভরা সুচি শুভ্র নিঃশ্বাসের বাতাস।
তিমির পিঞ্জরে বদ্ধ তবু নিঝুম নিশীথে জাগি,
সৃজনে বন্দনা গাই অপরূপ এ ধরিত্রী নীড়ে ;
ভুলি অপার পিয়াস, তোমায় ভালোবাসার তরে,
পুণ্য পুঁজি নাই মম! তাই তোমা দ্বারে ভিখ মাগি।
লাঞ্ছিত বাসনা দিয়ে সাম্য গীত চাই রচিবারে ;
বিনিদ্র রজনী বসি সতত বন্দনা তোমার লাগি।
রচনা:২৯ জানুয়ারি, ২০২৪।
'অভিযাত্রিক-২০২৪'