সালাত
হে মানবগণ, ঈমান আনো কায়েম কর সালাত
অন্যায় থেকে বিরত থাকো আদায়ে যাকাত।
আল্লাহ বিনে নেই কোন ইলাহ্ পড় পাক কুরআন
তাইতো সদা ইবাদত মাঝে করো তাঁর গুণগান,
মুমিন আর কাফের মাঝে সালাতে পায় প্রভেদ।।
যখন তুমি শুনতে পাবে মধুর সুরের আযান
সব কর্ম ত্যাগ করে হাজির হও মসজিদেরই থান
সালাত তরে মুমিন লাগি বরাদ্দ জান্নাত।।
রাসুল বাণী শোনো সবে করো তাঁর সম্মান
সালাত কায়েমে আল্লাহকে দাও উত্তম ঋণদান
মুমিন তরে সালাত হচ্ছে সর্বকালীন ইবাদত।।
সালাত হলো বেহেস্তের চাবি
জীবনে পাও কিরণ শশী রবি
ধ্যানেতে দেখো পবিত্র কাবার ছবি
আল্লাহ পানে অশ্রু জলে করো হে মোনাজাত।।
আখেরী নবীর ইন্তেকাল ক্ষণে
বার বার বলেন সাহাবীগণে
সালাত সালাত ধ্বনি সবে শুনে
পণ করো তাই পড়বো সালাত নবীজীর উম্মত।।
রচনাঃ১৫ সেপ্টেম্বর, ২০২৩।