সজোরে বইছো কেন
( আয়না সনেট)
নীরবে নিঃশব্দে তুমি হাহাকার শুনে,
সরবে বইছো কেন বায়ু শনশনে!
নীতির পতন দেখে লজ্জা নেই চোখে!
সমীর উল্লাসে ওগো বহো কেন সুখে?
রক্তস্রোতে থইথই যাতনে পাথর,
খরস্রোতে ডুবু ডুবু মনুষ্য আচার!
স্খলনে নৈতিক সদা সন্ত্রস্ত জীবন,
ক্রন্দনে বিচারবাণী শোনে না গগন।
মৌন কেন খরবায়ু সদুত্তর কোথা?
গৌণ মানবতা আজ বিষে ভারি ব্যথা!
যাপিত জীবনে ব্যর্থ ব্যথিতে রোদন,
ক্ষুধিত পিষে পাষাণ দেখো কি পবন?
চারধারে বিভীষিকা বও কেন হায়!
সজোরে বইছো এবে উড়ে সব যায়।
রচনাঃ ২০ ডিসেম্বর, ২০২৪।