নিষ্পাপ আর্তি নাড়া দেয় সব হৃদয়ে;
অশ্রু বারিপাতে গোটা হাইকোর্ট ভাসে,
ব্যাকুলিত হৃদ দু'য়ে মাতা-পিতা চেয়ে;
বেড়ে ওঠার সাধ একত্রে বসবাসে।
ভিন্ন আগারে থাকার প্রশ্ন বাবা-মায়ে;
অসহিষ্ণু কেন পিতা-মাতা বনে আসে?
বিচ্ছেদ বলি কাঁদে জড়িয়ে দু'ভাইয়ে;
বাঁচার আশ সকলের স্নেহ পরশে।
অহরহ ছাড়াছাড়ি দাম্পত্য কলহে;
ক্লেশের ঘানি টানে নিষ্পাপ শিশুগণে,
নিজ সুখ আশে আর পরকীয়া মোহে;
অনিশ্চিত গন্তব্যে ঠেলে সব সন্তানে।
মাগুরা কাহিনি ধ্রুব-লুব্ধগণ বহে;
সমাজ বিবেক জর্জড়িত প্রশ্নবানে।
----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ১১জুলাই,২০১৮