সাগর পাড়ি
(আয়না সনেট)
সাগরবক্ষে নিয়ত কেটেছি সাঁতার;
বিপক্ষে তাণ্ডব ঢেউ উলটো জোয়ার,
ক্লান্ত হইনিকো কভু প্রতিকূল স্রোতে
অশান্ত উর্মিমালা মুখোমুখি হতে।
ধায় গতিতে দুরন্ত নিষ্ঠুর আঘাত
তোয় অভিশ্রান্ত চেষ্টা দিতে প্রতিঘাত,
আগত লহরি বয় নব নব গতি
সতত সাহসে রুখে এঁকে তার যতি।
মনের প্রশান্ত জোর সলিলে সাগরে
পণের অফুরন্ত লক্ষ্যে পৌঁছায় কিনারে,
সৃজিত দানব যত উদ্যত হননে!
নিয়ত সমরে ধ্বংস করি প্রাণপণে।
সোনালি অনন্ত সৃষ্টে হেন অভিযান;
সকলি জোয়ার পায় গায় নবগান।
রচনাঃ ২৪ ডিসেম্বর, ২০২৪।