< সাগর ঢেউয়ে বিয়ে প্রস্তাব>

সৈকতে কোন ক্ষণে দেখা হলো দুজনে
উর্মি দোলায় দুলেছিলো পাগল প্রেমিক মন।
সার্ফিং চলে ঢেউয়ের তালে শিহরে নিত্যদিনে
তিমিত হৃদয় জাগে অজানায় বান্ধবী প্রাণ।।

সমুদ্র উথলি জলে প্রেমের তরী বয়ে চলে
রোমাঞ্চ অর্ণবে ডুবে দেখা সলিল স্বপন
প্রেমিক গ্রীস সার্ফিং বোর্ডে অঙ্গুরীয় তুলে
হাঁটু গেড়ে জানায় তারে বিয়ের আহ্বান।।

উদ্বেলিত প্রাণমন ঢেউয়ে দোলায় ভাসে
সার্ফিংয়ে লরেন  কেমনে ছাড়ে  এমন ক্ষণ
হাওয়াই অথৈ পাথার নাচে বিয়ে খুশে
সাগর ঢেউয়ে বিয়ে দেখেনি সে কোনদিন।।

  রচনাঃ১৯/১১/২০১৯
( নৌযানে নিজ গৃহ পানে।)