যন্ত্রদানব মানুষ পিষে পলে পলে;
লাশের মিছিল ছুটে চলে অবিরামে,
ক্ষোভের আগুনে দীর্ঘতর ক্রমে ক্রমে;
শ্রেণিকক্ষ ছেড়ে রাজপথে দলে দলে।
তুচ্ছ জীবন শ্রমিক অধিকার নামে!
রুদ্ধ শাস্তির পথ আইনি বেড়াজালে,
চালকে-চালকে পাল্লা কভু নাহি থামে;
নেতৃত্ব প্রভাবে দোর্দন্ড প্রতাপে চলে।
সহস্র প্রাণ স্কুল পথে দানব দহে,
নির্মম বিয়োগে পথে বসে পরিজনে।
স্বজন অশ্রুপাতে সড়কে নদী বহে;
জ্বলে-পুড়ে দীপ নিভে পঙ্গুত্ব বরণে।
সড়কে লাশের মিছিল প্রত্যাশা নহে;
ঘাতকের শাস্তি দাও কঠিন বিধানে।
----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ ২ অাগস্ট,২০১৮