সাধনার নৈবেদ্য
পুব আকাশে লাল আবিরে
শত বাসনা বেদি রূপে একটি রবি উদয়ে,
রক্তের হোলি খেলা শেষে—
তার দ্যুতি ছড়িয়ে আকাঙ্ক্ষার প্রদীপ জ্বালে।
গভীর অন্ধকারে উজ্জ্বলতায়
গুহার শেষ প্রান্তে খানিক প্রভা পড়ে
এতটুকু নিয়েই বুক ভরা স্বপনে মগন সবে।
চিল শকুনের থাবায়—
উজ্জল রবির আলো ক্রমশ ক্ষয়িষ্ণু,
দ্বিপ্রহরেও যেন গাঢ় অন্ধকার নেমে আসে!
গোধূলি পেরিয়ে যামিনী আগমনে
আঁধারের প্রগাঢ়তা বাড়ে,
গুহার শেষ প্রান্তে দেখা আলোটুকু বুঝি
সমাপন পথে ধায়!
সাধনার নৈবেদ্য আর রচিত হওয়ার
সুযোগ আছে কি হেথায়?
রচনাঃ০৫ ডিসেম্বর,২০২৪।