রুদ্র সন্ন্যাসী বোশেখ


রুদ্র সন্ন্যাসী বোশেখে চিতাগ্নি দহন!
লু হাওয়া বহে বাটে হরিৎ প্রান্তরে,
আগুন ঝরা মধ্যাহ্ন উষ্ণ করুণাহীন ;
নিস্তব্ধ বিজন পথ তৃষিত দুপুরে।

ছায়া খুঁজে ফেরে চাষি মাঠ শস্যহীন!
নেই বায়ুর কাঁপন  বিটপী নিথরে,
পিচ ঢালা রাজপথে জ্বলছে আগুন ;
পথ হারিয়ে বরষা দাবানলে পড়ে।

দিগন্ত জুড়ে হুঙ্কার ধাতা বনে ভানু
শীর্ণ বিবর্ণ শ্যামল জলে হাহাকার!
পুকুরের পঙ্কস্তর শুকিয়ে চৌচির,
ধু ধু করে তপ্ত বালু তৃষা শুকা তনু।

পাল্টে যায় ষড় ঋতু অস্তিত্ব বিপন্ন ;
খাঁ খাঁ রোদে শান্তি নেই সব যেন শূন্য।

    রচনাঃ২৯ এপ্রিল, ২০২৪।