জলধি জয়ের নেশায় পাড়ি দিয়ে
কেন সলিলে নিমগ্ন হয়েছি,
কোন বিষাদ ঘেরা স্বপনে
হৃদে স্মৃতি সৌধ গড়েছি।

মুক্ত বিহগে গগনে বেড়াতে গিয়ে
কেন ডানা ভেঙ্গে ভূমে পড়েছি,
কোন নীড় বাঁধার বাসনে
ঝড় তান্ডবে উড়ে গিয়েছি।

সুখ পরশ পাবার অদম্য আশে
কেন হৃদয় দিয়ে হেরেছি,
কোন অশ্রুসিক্ত নয়নে
বারি নিবারন করে ঠকেছি।

কর্ম অর্ণবে নিরন্তর হিত সাধনে
কভু তিরস্কার মাল্য পড়েছি,
নিশিদিন দু'টি আঁখি জলে
হৃদয়ে রক্ত ক্ষরণে জ্বলেছি।


রচনাঃ২৮ আগস্ট, ২০১৯