বোধের নিয়ন্ত্রণ সদা প্রবৃত্তি তরে-
ক্ষুধা-তৃষ্ণা মহৌষধ কয় গুণীজনে;
পাশবিক ইচ্ছা হ্রাস তাই রোজাদারে,
মনুষ্যত্ববোধ জাগ্রত সকল প্রাণে।
তাকওয়া গুণে পূর্ণ অন্তরে অন্তরে;
ক্ষুধিতের যন্ত্রণা বুঝিবে ধনবানে,
আধ্যাত্মিক কানন ভরে ওঠে সম্ভারে;
মাহে রমজানের অফুরন্ত কল্যাণে।

সুস্থদেহে সুস্থমন সিয়ামের দান;
বিগলিত হৃদয় রব কৃতজ্ঞতায়,
জ্যোতির্ময়ে মুত্তাকির মনন ভুবন
অবারিত ইবাদত জান্নাত আশায়।
রহমত চাদরে আবৃত রমজান;
বান্দার স্বভাবে সৃষ্ট নম্রতা বিনয়।

-------অধ্যক্ষ দেলওয়ার হোসেন
------রচনাঃ২৪মে,২০১৮