ঋতুরাজের ছোঁয়া
(গীতিকবিতা)

ঋতুরাজের ছোঁয়া লাগে কুসুমিত বাগে
অশোক পলাশ শিমুল শাল মহুয়া জাগে।

ধূলির পরে লিখে গাথা কী  আদরে!
আহা!নবীন বেশে ধুলো হাসে বারে বারে,
ভালোবাসার পরশ মম হৃদয় লাগে।

পলকজুঁই স্বর্ণ শিমুল মাদার হাসে
প্রেমের দুয়ার খোলে যুগল বায় ভাসে
খোঁপায় খোঁপায় আবির ছড়ায় পুষ্পরাগে।

পীতাম্বরী শাড়ি পড়ে চলে ললনাগণ
মৃদুমন্দ দখিনা পবন দোলায় প্রেমিক মন
পিক সখার সুকণ্ঠে ভাসে বসন্ত আবেগে।

চারুকলার বকুলতলায় বসন্ত হাট বসে
ধানমন্ডি সরোবরে নাচে মন উল্লাসে
বরণের উর্মি মালা  শান্তিনিকেতনে
সবাই যেন ফিরে চলে নব যৌবনে
বয়:সন্ধিকাল জাগে হৃদয় গুলবাগে।

    রচনাঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৫।