দিয়ে গেলাম সবটুকু পুড়ে অঙ্গারে
দেহে যত রক্তকণা সিঞ্চনে সিঞ্চনে,
প্রতিদান নাহি আশে তোমাদের তরে
মোম হয়ে ক্ষয়ে ক্ষয়ে নিভু নিভু প্রাণে।
ভালোবাসা রেখে গেলাম হৃদয় ভরে
দৈহিক কষ্ট-ক্লেশ হারায় কোন বনে
ভালো-মন্দবোধ ভুলে যাই কর্ম ভিড়ে,
মম হৃদয় ভরে আজি সুখ বেদনে।
পিছু ডেকে নাহি দাও ব্যথা ক্ষণকালে
ব্যর্থতার দায়ভারে আমায় কাঁদায়,
ঈর্ষণীয় যা কিছু এইক্ষণে সকলে
দগ্ধ যাচিত আচারহীন যন্ত্রণায়
পিছন পথ সিক্ত নাহোক অশ্রুজলে,
ভুলি সবই সবার আনন্দ বেলায়।
----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃঢাকা - ৩১ আগস্ট,২০১৮