মাহে রমজান কড়া নাড়ে দ্বারে
কঠিন প্রস্তুতি পবিত্র শাবান মাসে,
আগমনী বার্তা বহে মুসলিম তরে
বছর ঘুরে তিরিশ রোজা ফিরে আসে।

রমজান অতুল্য শাবান রোজা উত্তম তারপরে
সম্মান দেখাতে তারে বর্ণন হাদিসে,
নফল ইবাদতে মশগুল বান্দা অধিকতরে
বরকতে পরিপূর্ণ ফজিলত আশে।

আগত রোজা ক্ষণে সুস্বাস্হ্য নির্ভরে
নানারূপ বন্দেগি মগ্ন যত ইসলামী বিশ্বাসে,
তিরিশ রোজা সহজ আশে এসব বেশি হারে
জান্নাত লাভে নফল আমল এ চান্দ্র মাসে।

-----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
       রচনাঃ২০/৪/২০১৯