রক্তের আখর
(সনেট)
শহিদের রক্তে স্নাত সোনালি সোপান,
স্বাধীনের বহ্নিশিখা জ্বলে ফেব্রুয়ারি!
মৃত্যুঞ্জয়ী সন্তানেরা দেয় রক্তঋণ
পলাশ ফোটার দিনে তোমাদের স্মরি।
মাতৃভাষা রক্ষা তরে প্রাণ পরিহারি
রক্তের আখরে লেখা এক বিবর্তন!
বিনাশে বাঙালি প্রাণ পাক স্বৈরাচারী,
সংকল্পে দৃঢ়তায় ছিলে ওহে মৃত্যুহীন।
নব্য হায়েনা বিদ্রুপে মাঠে-ঘাটে হাসে,
দীপ্ত প্রাতঃ ফেরি চলে আঘাত মোচনে
অমর অক্ষয় আজ বিশ্ব ইতিহাস,
সবে রবে হৃদ কুঞ্জে গ্রথিত যতনে।
দিন বদল শপথে নতুন উচ্ছ্বাসে;
অতিশয় স্রোতে তরী চলুক এ ক্ষণে।
রচনা: ২১ ফেব্রুয়ারি ২০২৪।