সুপ্ত মেধা বিকশিত তুলির আঁচড়ে–
পেন্সিলে বিচিত্র ছবি জাদু স্পর্সে ভাসে,
সৃষ্টিশীল কর্ম ফোটে তাচ্ছিল্য গোবরে;
স্বপন জাহাজ তৈরি দৃঢ় আশা পুষে।
পড়শি বখাটে নিত্য নির্দয় প্রহারে;
অসহ্যে ভগ্নি উত্যক্তে বখা প্রাণ নাশে,
রক্তাক্ত কোমল হাত কার দায়ভারে?
বখাটের ছবি চাকু আঁকে ক্যানভাসে।
সুপ্ত সৃষ্টিশীল কর্ম ফিকে হয়ে যায়;
অমানিশা ঝড় বহে শিশুর জীবনে,
প্রাথমিকে পাঠ চুকে দারিদ্র কারণে–
খিলক্ষেতে গল্প শুনে ব্যথিত হৃদয়।
দগ্ধ পীড়ন জ্বালায় সৃষ্ট জ্ঞানহীনে;
শিশু হাতে রক্ত দাগ সমাজ ভাবায়।
(–অধ্যক্ষ দেলওয়ার হোসেন)
রচনাঃ০৬/০৩/২০২০