পুষ্পিত বাংলা
আমার প্রিয় জন্মভূমি বাংলা
প্রকৃতির ললিত লীলা নিকেতন,
এদেশ ফুলের সাজে রাণী
অপূর্ব রূপ পুষ্পিত কানন।
ঋতুতে ঋতুতে রূপসী বাংলা
নিসর্গ শোভায় তুলনাহীন,
চোখের নেশা প্রাণের তৃষা মেটায়
ভুবনজয়ী রূপে বিহব্বল কবিগণ।
গ্রীষ্মের দাবাদাহে কৃষ্ণচূড়ার
শাখে শাখে তুলিতে মাখে লাল,
জবা করবীর আলপনা আর
সুরভিত বেলী চাঁপা বকুল।
বরষার প্রবল বারিধারা
জলে ব্যাঙের ঐকতানে,
কদম কেয়ার সুবাস
ভেসে আসে দূর সমীরণে।
শরতে নয়নে ভাসে
নদী তটে সাদা কাশবন,
সমীরে চামর দোলায়
আহা!স্নিগ্ধ করে মন প্রাণ।
ঝিলের বুকে শাপলা ফুল
যামিনীতে লাগে চন্দ্র কিরণ,
হাসি-খুশিতে স্নাত হয়ে
প্রিয়কে জানায় সম্ভাষণ।
শিশির ধোয়া উজ্জ্বল প্রভাত
আকাশে সাদা মেঘের ভেলা,
অভিনন্দিত হয় শেফালি
কমল হাসে রোদেলা বেলা।
শীতে বাগে আলোর হাসি
গাঁদা ফুলের রাশি
গোলাপ রজনীগন্ধার সৌরভ
আলোকিত বাংলা হাসি-খুশি।
ঋতুরাজ বসন্তে দোলায়
প্রেমিক যুগল কিবা বিরহিণী মন,
অশোক শিমুল পলাশে
বিশেষ রঙে সাজে শ্যামলী নন্দন।
রচনাঃ ২৮ জুলাই, ২০২৪