পুঞ্জীভূত মেঘ
(আয়না সনেট)
ব্যোমে পুঞ্জীভূত মেঘ ঘিরেছে আঁধারে
থেমে থেমে নাদ ডাকে ভীষণ ভয়ঙ্করে,
বজ্রপাত শিরে বুঝি এখুনি পড়বে!
বারিপাত ধায় হেথা ঘনায় সরবে।
আশ্রয় মেলে কোথায় দিকে দিকে শঙ্কা,
সময় কারো নেইকো বাজে মৃত্যুডঙ্কা!
প্রবল বিষাক্ত বায়ু শনশন বহে ;
সকল বিটপী নড়ে কেউ পড়ে দহে।
চারদিকে বিভীষিকা লণ্ডভণ্ড সব,
ফিকে যায় দেশ মম কে দেখে এসব!
পামর লুটাতে ব্যস্ত যত প্রাণ নাশে!
ঝঞ্ঝা-ঝড় মেকি সৃষ্টি স্বর্ণমৃগ আশে।
নিদারুণ অন্ধকার বহে কু-বাতাস ;
ভীষণ নির্মম বাজ হানে সর্বনাশ!
রচনা: ০৭ ডিসেম্বর ২০২৪।