পূজোর খুশি
(গীতি কবিতা)
আকাশে সাদা মেঘের ভেলা ভাসে
কাশবন চামর দুলে হাসে,
শিউলি ফুলের গন্ধ বয়ে
দেবী দুর্গা আসে।।
শক্তি দেবীর আগমনে
আনন্দে মাতে সনাতনে,
পাড়ায় পাড়ায় নর-নারী
বৃদ্ধ, শিশু, কিশোর-কিশোরী
পূজোর আচারে ব্যস্ত
ধনী-গরিব মিলেমিশে ।।
সনাতন ধর্মের বড় উৎসব
নতুন বস্ত্র-ভূষণে শোভিত সব,
সপ্তাহ পূর্বে মহালয়া পালন
পূর্বপুরুষ তরে চলে তর্পণ ;
ভোরবেলা চণ্ডীপাঠ শুনন
শুভ বন্দনায় অপেক্ষার পতন,
দূর্গা দেবী মাতৃ শক্তির মূল উৎসে।।
পুরাকালে সুরথ রাজন
তার সম্রাজ্যে হয় পতন
বসন্তে তার দুূর্গা পূজো পালন,
হারানো রাজ্য ফিরে পেলেন।
রামচন্দ্র করেন পুজো আশ্বিন মাসে।।
দশ অস্ত্র দেবীর দশ হাতে
অপত্যরা সব তার সাথে,
সিংহের পিঠে দেবী চড়ে
পদতলে লুটানো মহিষাসুরে,
শক্তি দেবীর আরাধনা চলে পাঁচটি দিবসে।।
ঢাক,কাসর, ঘণ্টা বাজে
মন্ত্রপাঠ ধূপ ধুনো চলে মাঝে
গান বাজনা নাচ সকাল সাঁঝে,
চন্দনের সুগন্ধ মন্ডপে ভাসে বাতাসে।।
বিজয়া দশমীর আগমনে
আনন্দ হারায় পূজার্থী মনে
সাঙ্গ হয় সব দূর্গা বিসর্জনে,
প্রতীক্ষায় থাকে সবে পরের বছর আশে।।
রচনা-১৪ অক্টোবর, ২০২৩