প্রতিষ্ঠার উৎসবে
কতিপয় কলম যোদ্ধার শ্রমে
উনিশ'শ একাশি এমন শুভক্ষণ
অসীম সাহস ভরে
প্রতিষ্ঠা তরে লড়াইয়ে প্রাণপণ।
আজি আটত্রিশ ফাগুন পেরিয়ে
এক বর্ণাঢ্য আয়োজনে মোহিত মন,
উনচল্লিশে পদার্পণে রূপরাশি বিকশিত
আলোয় ঝলমল সাজে রঙিণ জন্মদিন।
এরই মাঝে ক্ষণে ক্ষণে বাজে
হৃদয় মম বিউগলের সুর ভীষণ করুণ,
ক'জনা সহযোদ্ধা বিয়োগে
এ আনন্দ ভুবনে এ লগনে করি স্মরণ।
---- রচনাঃ০১ জানুয়ারি,২০২০।সন্ধ্যা ৭-৩০
কলাপাড়া,প্রেসক্লাব