প্রতীক্ষায় রই
(গীতিকবিতা)
যেদিন তোমায় শুধাতে চাই
তুমি কথা শোনো নাই
বারে বারে দুখে ফিরে যাই।।
কখনো গোধূলি রাঙা লগনে
জলেতে তরল সোনা কিরণে,
ঝিরঝিরে দখিনা পবনে
উতলা মনে কী করে শুধাই।।
এই শীতে শিশিরের ঝলমল
দূর্বা ভেজা সারা ধরাতল,
যুগলে আসে চড়ুইভাতি দল
এ সময় নেইকো বাদল,
বলার আশে চাতক সদাই।।
শীত অবসানে নেই বাকি
তব সময় হয়েছে নাকি!
সন্ন্যাস বনে ঘুরি একাকী
আমার কথা কভু শুনবে কি?
প্রতীক্ষায় রই জানতে তাই।।
রচনাঃ ০৮ জানুয়ারি ২০২৫।