শতবার সাধ ছিলো শুধাবো গোপনে
তোমারে দিয়েছি হৃদয় বলি কেমনে।
হদয় বাসনা মম রয়েছে কোটরে
বদ্ধ দ্বার খুলে আজি প্রকাশি কী করে।
শঙ্কা জাগে ওহে সখা রাজ দুহিতা
ভাবি মনে বলি কেমনে প্রণয়ের কথা।
দূরে থেকে ভালোবাসি কব না তোমায়
এ ভুবনে নাই জানুক মম গভীর প্রণয়।
চিরকাল অজানা রবে হৃদয় কামনা
সংগোপনে করে যাবো তোমার সাধনা।
ভূলোক ভরে বইবে মম অশ্রু প্লাবন
দ্যুলোকে বাসনা রলো হয় যদি মিলন।।
রচনাঃ০৫/১০/২০১৯