প্রমত্তা পদ্মা
গর্বিত জনম মম নদীমাতা দেশে
চাষি জমি, রাস্তা-গৃহ ধ্বংস পদ্মা গ্রাসে।
কূল ভাঙে---রাজবাড়ি শরীয়তপুরে
নিস্তার নাহি মেলে শ্রীনগর দোহারে।
ঈদ ছুটি শিশু খুশিমনে বাড়ি যায়,
ফিরে এসে মায়াভরা স্কুল নাহি পায়।
অঝোর বন্যা ঝরে সব শিশু নয়নে,
খোলা গগন নীচে পাঠ চলে---বর্ষণে।
পদ্মা মেঘনা যমুনা-- এ মম ঠিকানা;
একি অহংকার! পদ্মা পাড়ে উন্মাদনা!
দু'তীরে সোনালি ধান---শ্যামল বনানী,
প্রাণ সংহারে মেটাও ক্ষুধা হে তটিনী।
বুভু্ক্ষু পদ্মা রাজকে করেছো ভিখারি।
তৃষ্ণা মেটবে কি হে প্রমত্তা ভয়ঙ্করী?
---অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ ০৫ জুলাই, ২০১৭