নারীকর্মী পাড়ি দেয় নিজভূম ছেড়ে;
দারিদ্র থেকে নিষ্কৃতি আশে ভিনদেশে,
দালাল ফাঁদে মিথ্যা প্ররোচনায় পড়ে;
সবকিছু হারিয়ে অবলা ফিরে অাসে।
করুণ গল্প শেষ নাহি বেদন ভারে;
সারাক্ষণ কর্ম~ নির্যাতন অহর্নিশে
কখনো অবরুদ্ধ লালসার শিকারে,
বিবেকের নদী চিৎকারে যায় ভেসে।
বেশিক্ষেত্রে নিপীড়ন মধ্যপ্রাচ্যে শুনি
কিন্তু গৃহকর্মীর এ কেমন যাওয়া?
সম্ভ্রম বিসর্জনে রেমিট্যান্স পাওয়া!
নাহি কাম্য~ উপহারে নারী কান্না ধ্বনি।
সর্বস্ব জলাঞ্জলি'র এ নহে চাওয়া;
বর্বরে হৃদয় গেঁথো মানবতা বাণী।
---------অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ২৬ জুলাই, ২০১৮