প্রীত হই
সৃজিয়াছ হে বিধাতা! সব নিজগুণে
ভুবনে লালিত হই তব অভিলাষে,
প্রথম ধরিত্রী হেরি মাতা-পিতা আশে
আজি সেই দিন মম আনন্দ বেদনে।
বেড়ে ওঠা নিজ নীড়ে আদর যতনে
পিতৃ বিয়োগ ব্যথায় হৃদ ছন্দ নাশে,
মাতার লালনে পথ হেরি দু'নয়নে
কীর্তি যশ সব কিছু স্রষ্টার সকাশে।
আগমন দিনে মম শুভার্থীরা শত
শুভকামনা জানায় নগণ্যের তরে;
এত ভালোবাসা তাই রাখবো কোথা রে!
প্রীত হই সব তরে হিতাকাঙ্ক্ষী যত।
প্রার্থনা হে অধিপতি! ভালো রেখো সবে;
আয়ু দাও এতিমেরে শক্তি দাও ভবে।
রচনাঃ০৮/০৯/২০২২ (জন্মদিনে)