প্রীতিময় হিয়া বিস্তৃত দুর্লভ গুণে;
সতত তূল্য তাই পরশমণি তরে,
ঋদ্ধ লভে সবে মোহনীয় আকর্ষণে
শত্রুও মিত্র বনে তারই মায়া ডোরে।
স্বর্গের অমিয়ধারা বহে পুণ্য টানে;
সুরের মুর্ছনা বাজে হৃদ বীণা তারে,
কুন্ঠিত হয়নি কভু প্রাণ বিসর্জনে;
সদা জয়ী প্রীতি শক্তি বিশ্ব চরাচরে।
অশান্তির নীড় বুনে মমতাহীন হৃদে
নির্মম-নিষ্ঠুরে বিপন্নের প্রতিচ্ছবি;
সৃষ্ট হানাহানি যেন অস্তমিত রবি,
ভূলুন্ঠিত মানবতা অগ্নি দগ্ধে কাঁদে।
হিয়ার মাঝে দাও গো দয়ার নিধান;
প্রীতির পুণ্য স্পর্শে গড়ি মৈত্রী বন্ধন।
----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ১৮/১১/২০১৭