প্রতীক্ষার ঘোরে
(গীতি কবিতা)
হৃদয় কার বাঁশি সুরে
দিবস জামে মন হরে।।
হেথা মম মধুর ধ্বনি শুনি
অমৃত সুধাসম সেই ধ্বনি
কোথা হতে আসে নিভৃতচারিনী
নয়ন পাতে কভু দেখিনি তারে।।
বসন্ত জাগায় অহর্নিশে
মধুপ গুঞ্জরণ আবেশে
শুনি তান তাই ভালোবেসে
তারই বাস মম মন মন্দিরে।।
হেরিতে চাই বারেক চোখে
আর নাহি থাকো মনোলোকে
ধরা দাও এই ভুবন আলোকে
রেখ না আর প্রতীক্ষার ঘোরে।।
রচনাঃ২৬/০২/২০২০